তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন পালন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সকাল সাড়ে ১০টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে ইউএনও সুপ্রভাত চাকমার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সহকারী কশিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি,থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায় প্রমুখ উপস্থিত ছিলেন।