তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৬ বোতল মদ সহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডাগার্ড বিজিবি। আটককৃত যুবকের নাম শ্রী মণি সরকার (২৮)। সে সুনামগঞ্জ জেলার পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার বাংলা ইউনিয়নের মনি গ্রামের শ্রী হরি সরকারের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ট্যাকেরঘাট বিজিবি ক্যাম্পের নায়েক মং থোয়াই চিং মারমার নেতৃত্বে বিজিবির একটি টহল দল ট্যাকেরঘাট সীমান্তের ১১৯৮/৯ এসের নিকট বড়ছড়া নামক স্থান থেকে প্রথমে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলার প্রস্ততি চলছে।
- দুর্গা পূজায় তিন দিনের ছুটির দাবিতে মানববন্ধন
- উপসর্গ নিয়ে হাউস অব কমন্সে বক্তব্য বহিস্কার হলেন স্কটিশ এমপি