তাহিরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে প্রতিযোগীতায় উপজেলা সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ১৭ই মার্চ বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।