স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে হতদরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ করেছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। শনিবার দুপুরে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের ৭৭টি দরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়। এ সময় তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি ম্যানেজার বিভূদান বিশ্বাস, প্রোগ্রাম অফিসার মো. মহসিন খান, উপজেলা প্রাণীসম্পদ অফিসের অফিস সহকারী জাহাঙ্গীর আলম, তাহিরপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গ্রাম উন্নয়ন কমিটির সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি ম্যানেজার বিভূদান বিশ্বাস জানান, এ বছর তাহিরপুর উপজেলার বাদাঘাট, বালিজুড়ি, উত্তর বড়দল ও তাহিরপুর সদর ইউনিয়নের মোট ৩০২টি হত দরিদ্র পরিবারকে গরু প্রদান করা হবে।
- শান্তিগঞ্জে ১৪ টি পরিবারের বসতঘর হস্তান্তর
- মধ্যনগরে এক মাদক ব্যবসায়ী আটক