স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের ব্যবসায়ী শীতেশ পালের উদ্যোগে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সার্বজনীন শ্মশানঘাট ও কালিমন্দির। শনিবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামে নির্মাণ কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
শনিবার নির্মাণকাজের উদ্বোধন পূর্ব আলোচনা সভায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবুল হোসেন খান ২ লক্ষ টাকা এবং ১৪ গ্রামের পক্ষে ১০ লক্ষ টাকা অনুদানের তালিকা লিপিবদ্ধ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মতিশ পাল, বেনু পাল, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মুদাচ্ছির আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, দলীয় নেতা আবুল খায়ের, মিলন তালুকদার, বাবুল মিয়া প্রমুখ।
- সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- আদালত থেকে পালানো স্ত্রী’র খুনীকে আবারও কারাগারে প্রেরণ