স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৭ই মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পল্লী বিদ্যুৎ সমিতি পুস্পস্তবক অর্পণ করে। উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন, বক্তৃতা ও নৃত্য শেষে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন পৃথক আলোচনা সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর তালুকদার, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান লাকসাব, যুবলীগ নেতা শামীম আহমদ, নাজমুল হুদা সংগ্রাম প্রমুখ।