তাহিরপুরে ৭০ভাগ ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৭০ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ মৌসুমের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার দু’জন কৃষকের মাঝে দুটি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান-উদ-দৌলা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হাবিব আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান-উদ-দৌলা বলেন, কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তা ভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।