আমিনুল ইসলাম, তাহিরপুর
ভাষা দিবসের ৭১ বছর পেরিয়ে গেলেও তাহিরপুর উপজেলা সদরে কোনো শহীদ মিনার স্থাপিত হয়নি। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি এলে কেন্দ্রীয় স্মৃতি সৌধে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সালাম, রফিক, জব্বার, বরকতসহ নাম না জানা অসংখ্য শহীদ ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষার অধিকার। এখন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষাসৈনিক বীরদের প্রতি সম্মান জানানো হয়। ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র স্বাধীকার আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান,৭১’র মহান স্বাধীনতা যুদ্ধ এ সব কিছুর মূল ছিল ৫২’র ভাষা আন্দোলন। মূলত: ভাষা আন্দোলন থেকেই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হতে শিখেছে। কিভাবে দাবি আদায় করতে হয় তাও ভাষা আন্দোলন থেকেই শিখেছে বাঙালি জাতি।
তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারি এলে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধেই আমরা পুস্পস্তবক অর্পণ করি। অর্থাৎ তাহিরপুর উপজেলা সদরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতি সৌধটিই আমরা শহীদ মিনার হিসাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। অতীতে তিনি প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে পৃথক একটি শহীদ মিনার নির্মাণের জন্য বারবারই কথা বলে আসছেন।
তাহিরপুর উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে বলেন, এ উপজেলায় সর্বমোট ১৩৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪টি বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। বাকী ১৩০টি বিদ্যালয়েই কোন শহীদ মিনার নেই।
তাহিরপুর উপজেলা প্রতিবন্দী উন্নয়ন সংস্থার সভাপতি মো. আবুলনুর মিয়া বলেন, উপজেলা সদরে অনেক উন্নয়ন হয়েছে বলে অনেকেই কথা বলে থাকেন। কিন্তু অমর একুশে স্বরণে শ্রদ্ধাঞ্জলি দেয়ার শহীদ মিনার নেই এ বিষয়টি তাদের নজরে পড়ে না।
এছাড়াও উপজেলা সদরে অবস্থিত তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার বলেন, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত তার এ প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই বলে জানান।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর বলেন, তাহিরপুর উপজেলা সদরে একটি শহীদ মিনার নির্মাণের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয়ের সাথে কথা বলেছেন। তিনি শীঘ্রই এলাকাতে এসে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে স্থান নির্ধারনের বিষয়ে পরামর্শ সভা করবেন। আশা করি শীঘ্রই একটি অত্যাধুনিক দৃষ্টিনন্দন শহীদ মিনার স্থাপন করা হবে বলে তিনি জানান।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, আমি সম্প্রতি কিছুদিন হয় তাহিরপুরে যোগদান করেছি। বিজয় দিবস পালনকালে জানতে পারি তাহিরপুরে শুধুমাত্র একটি স্মৃতিসৌধ আছে। তবে কোন শহীদ মিনার নেই। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জন্য তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানান।
- এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- বাঁধের গোড়া থেকে মাটি উত্তোলন, ঝুঁকিতে পড়বে হাওর