স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের উদ্বোধন করা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত তিনদিন ব্যাপি এই কোর্সের প্রশিক্ষক ঢাকার চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার। শুক্রবার সকালে কোর্সের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী হক পাভেল, থিয়েটার সুনামগঞ্জের দলপ্রধান দেওয়ান গিয়াস চৌধুরী, থিয়েটার একুশের সভাপতি পল্লব ভট্টাচার্য, থিয়েটার সুনামগঞ্জের সহ দলপ্রধান তামিম রায়হান, দীপান্বিতা দে হিয়া, প্রসেনিয়াম থিয়েটারের দলনেতা প্রশাসন মাহফুজ আহমেদ সহ প্রশিক্ষণার্থীরা।
সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল বলেন, সারাদেশের মধ্যে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রথম চলচ্চিত্র সংসদ গঠন করে। আজকের এই কর্মকশালাটি দেশের ৮ টি বিভাগীয় শহর ও দুইটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে। দুটি জেলার মধ্যে একটি সুনামগঞ্জ। এটি আমাদের জন্য গৌরবের।
প্রশিক্ষক শামিম আখতার বলেন, প্রশিক্ষক হিসেবে যাওয়ার জন্য যখন আমার সামনে জেলার তালিকা দেয়া হলো আমি প্রথমেই সুনামগঞ্জ বেছে নেই। কারণ সুনামগঞ্জ তথা সিলেটের জন্য আমাদের আলাদা টান থাকে। সুনামগঞ্জ সংস্কৃতির জেলা, এ জেলায় কাজ করার জন্য এসেছি এটা আমার ভালো লাগে। আশা করি এই কর্মশালাটি সুনামগঞ্জ থেকে চলচ্চিত্র নির্মাণের জন্য সহায়ক হবে।
তিন দিনব্যাপী এই কোর্সে বিশ্ব-চলচ্চিত্রের ইতিহাস, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, চলচ্চিত্রের ভাষা, শিল্পনির্দেশনা, চলচ্চিত্র নন্দনতত্ত্ব, প্রামাণ্যচিত্র, ডিজিটাল ক্যামেরার ব্যবহার, ভিডিওগগ্রফি, চলচ্চিত্র প্রযোজনা এবং চলচ্চিত্র সমালোচনা-সম্পর্কিত বিষয় শেখানো হবে।
- জামালগঞ্জে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত জামালগঞ্জে এমপি রতন
- জন্মস্থানে আসার অনুভূতি বলে বুঝানো সম্ভব নয়