তেঘরিয়া লম্বাহাটি প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরশহরের তেঘরিয়া লম্বাহাটি প্রিমিয়ার ফুটবল লীগের সিজন ৬ এর উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে গ্রুপ পর্যায়ে ব্রাদার্স হুড এই লীগের আয়োজন করে।
খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের পৌরসভার কাউন্সিল আহসান জামিল আনাস অ্যাড. বুরহান উদ্দিন, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, ব্যবসায়ী রায়হান আহমদ সুভল, রুবেল আলম, জামাল আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অণিষ তালুকদার বাপ্পু, সংগীত শিল্পী মোহন রায়।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সদর যুবলীগের দপ্তর সম্পাদক চপল আহমেদ, রুপন আহমদ, সামিয়ান তাপস, তাজুল ইসলাম, রাহাত আহমেদ, তৌহিদ হাসলু, অপি আহমেদ, মিলন মিয়া। খেলা পরিচালনা করেন শরিফ সোহাগ।
টুর্নামেন্টের আশফাক এফসি, নুহাশ এফসি, শেহজাদ এফসি, রাহাত এফসি, রোনেল এফসি, জামিল-জাবির এফসি ও জারিফ এফসি সহ ৭টি দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী খেলায় নুহাশ এফসি সাথে জারিফ এফসি তিন এক গোলে জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ আরিফ।
দ্বিতীয় খেলায় আশফাক এফসি জামিল এফসির সাথে ম্যাচে ৩-১ গোলে। দ্বিতীয় খেলায় দুই গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নাদিম।