মুনমুন চৌধুরী
তোমাকে ভালোবেসে আমি জেনেছি অনেককিছু
জেনেছি কিভাবে বিষের পেয়ালা
হয়ে ওঠে অমৃতভাÐ;
কিভাবে তাচ্ছিল্য হয়ে ওঠে মহা অসীমের প্রেরণা
বোবা বেদনারা হয়ে ওঠে অমরত্বের প্রতিদ্ব›দ্বী;
আকাশের নীল বুকেতে যখন কাঁচের মতন ভাঙে
জেনেছি কীভাবে হেঁটে যেতে হয়
পায়ে পায়ে মায়া রেখে যেতে হয়
পরাণের কথা উড়িয়ে বাতাসে
শিমুল তুলোর আভাসে আভাষে
গভীর নির্জন পথে।
(প্রয়াত বজলুল মজিদ চৌধুরী খসরু’র প্রতি উৎসর্গকৃত সহধর্মিনী মুনমুন চৌধুরী’র কবিতা)