দিরাইয়ে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ

দিরাই সংবাদদাতা
দিরাইয়ে চরনারচর এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি রাতুল চৌধুরী। বিপুল দাস ও বিজয় বিশ্বাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান জয়কুমার বৈষ্ণব, বীর মুক্তিযোদ্ধা অনিল দাস, হেমেন্দ্র বৈদ্য, গণেশ বিশ্বাস, ইউ পি সদস্য ফতে নূর মিয়া, মাহাতাবপুর গ্রামের হিমাংশু তালুকদার, নোয়াগাঁও গ্রামের আলকাছ মিয়া, সোলেমান মুন্সি, অভিভাবক প্রতিনিধি স্বাধীন দাস চিত্ত, কালিভক্ত দাস, চরনারচর গ্রামের সজল রায়, কামালপুর গ্রামের অরুন বৈদ্য, বিপ্লব বৈষ্ণব, শিক্ষিকা শোভনা ভট্টাচার্য, ছাত্র প্রতিনিধি দীপ্ত রায় প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দাস।
উল্লেখ্য, চরনারচর এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়টি গ্রামীণ মনোরম পরিবেশে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৩ বছর পর প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়। এতে উপজেলার পশ্চিমাঞ্চলের অন্তত ৪০টি গ্রামের ছেলে মেয়েরা সহজে উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে।