স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলায় সাস্টিয়ান সুনামগঞ্জের পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে দিরাই উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবারের মধ্যে পুনর্বাসনের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন।
এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক সুনামগঞ্জ আঞ্চলিক অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আতিকুল ইসলাম সজল, ব্র্যাক ব্যাংক সুনামগঞ্জ সদর শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম সোহাগ, শাবিপ্রবির ২০০৪—০৫ সেশনের সাবেক শিক্ষার্থী মিঠু রঞ্জন দাশ, বেলা, সিলেটে কর্মরত সাস্টিয়ান আল—আমিন সর্দার রেজা প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় সাস্টিয়ান সুনামগঞ্জের (পূর্বে যা সাস্টিয়ান ইন সুনামগঞ্জ নামে পরিচালিত হতো) পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মধ্যে পুনর্বাসনের জন্য নগদ অর্থ সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৫ হাজার করে মোট ৩০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এছাড়া সোনালী ব্যাংকের ‘সোনালী ট্রাভেলার্স’ এর সৌজন্যে আরও ৩ টি পরিবারের মধ্যে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
- বঙ্গবন্ধু ছিলেন একজন জননেতা এবং আন্দোলনকারী মানুষ —আর্চার ব্লাড
- বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ