দিরাইয়ে পতিত জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জে পতিত জমি জবর দখলের অভিযোগে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে কুলঞ্জ গ্রামের মাঠে গ্রামবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে শালিস ব্যক্তিত্ব নজরুল ইসলাম চৌধুরী সাবান মিয়া’র সভাপতিত্বে ও সিপার সামস চৌধুরী মাফি’র পরিচালনায় বক্তব্য রাখেন সেলিম আহমদ চৌধুরী, আবু সালেহ চৌধুরী, মিজান চৌধুরী, সুহেল সামস চৌধুরী, আব্দুস শহীদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়া তালুকদার, লুদু মিয়া চৌধুরী, শামীম চৌধুরী, ফয়সল চৌধুরী, আলাউর রাহমান তালুকদার, মাহবুব চৌধুরী, জাকারিয়া চৌধুরী, খালেদ চৌধুরী, জসিম উদ্দিন তালুকদার।
মানববন্ধনে বক্তার বলেন, ২০০৮ সালে কুলঞ্জ গ্রামবাসীর সভায় সিদ্ধান্ত হয়েছিল গ্রামের পতিত জমি যাদের নামে রেকর্ড হয়েছে, গ্রামের সবার স্বার্থে সকল জায়গা ফেরত দিতে হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের সবাই নিজেদের দখলে থাকা পতিত জমি দখল ছেড়ে দিলেও ডনেল চৌধুরী তা করেননি। সম্প্রতি তার দখলে থাকা জমি গ্রামবাসী মিলে দখল মুক্ত করতে গেলে সে বাধা প্রদান করে। গ্রামবাসীর বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও দিরাই থানায় মামলা করেন তিনি। এখনো তার দখলে প্রায় ২০ একর জমি আছে। সঠিক তদন্তের মাধ্যমে জমি উদ্ধার করার দাবি জানান মানববন্ধনকারীরা।