দিরাই সংবাদদাতা
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও গোলক নিক্ষেপের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে চার দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল। সহকারী শিক্ষক মো. নূরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মুসহাক আলি, প্রেসক্লাবের সেক্রেটারি জিয়াউর রহমান লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার।
সহকারী প্রধান শিক্ষক লালবাঁশি দাস, মো. জিতু মিয়া, গোলাম মোস্তফা সরদার রুমি, নিখিল রঞ্জন দাস, মো আবু হেনা, রুহেল সরদার, তানভীর আল জামান, সুদ্বিপ দাস, রফিকুল ইসলাম, লাখী সঞ্চারানী বিশ্বাস, স্বপ্না রানী দাস, দেবজ্যোতি দাস, তানজিনা সরকার, জেসমিন আক্তার, সাংবাদিক দিপু বণিক প্রমুখ।
প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপ এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপ থেকে খেলাধুলা এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতায় সর্বমোট ১৫টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে।
- জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ
- ছাতক এসপিপিএম হাইসকুলের সভাপতি শাহীন আহমদ চৌধুরী