দিরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে মাসব্যাপী বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকাল ৩টায় দিরাই মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ড. জয়া সেনগুপ্তা এমপি।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহবায়ক পৌর মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও যুবলীগ নেতা হেলু মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, ওসি (তদন্ত) আকরাম হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজ উদ দৌলা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান তালুকদার, আসাদ উল্লা, অড অভিরাম তালুকদার, মিজানুর রহমান চৌধুরী সুভা মিয়া, প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, লিয়াকত মিয়া, আশরাফ মিয়া, আবুল কাসেম, যুবলীগ নেতা লালন মিয়া, কামরুল হক, কামনাশীষ রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান প্রমুখ।
খেলায় ৩২টি দল নাম এন্ট্রি করেছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল’র অর্থায়নে স্বর্ণের নৌকা উপহার দেওয়া হবে। উদ্বোধনী ম্যাচে ধীতপুর ফুটবল ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে শুভসূচনা করে সেবুল ফুটবল একাডেমি সুনামগঞ্জ।