দিরাই প্রতিনিধি
দিরাইয়ে বজ্রপাতে ৩টি গবাদি পশু (গরু) মারা গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের মকসদপুর গ্রামের পশ্চিমের মাঠে বজ্রপাতের কবলে পরে গ্রামের হরিপদ দাসরে ২টি গাভী ও একটি ষাঁড় গরু মারা যায়।
হরিপদ দাস জানান, সকাল ৯টার দিকে ঘাস খাওয়ার জন্য গরুগুলোকে হাওরে ছেড়ে আসেন। ঘন্টাখানেক পর হালকা বৃষ্টির সাথে বজ্রপাত হয়। বিকাল ৩টার দিকে হাওরে মাছ ধরতে যাওয়া গ্রামের কয়েকজন লোক ক্ষেতের মধ্যে গরুগুলোকে মরা পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়, গিয়ে দেখি গরুগুলো মরে পড়ে আছে। একটি গরুর শরীরের অনেক অংশ পুড়ে কালো হয়ে গেছে। এতেই বুঝা যাচ্ছে বজ্রপাতে মারা গেছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাবরা হ্যামলিন জানান, আমরা খবর পেয়েছি- গরুগুলো বজ্রপাতে মারা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গরুর মালিককে সহযোগিতা করা হবে।
- ভূমি সেবা সপ্তাহের রেশ বজায় থাকুক বছরজোড়ে
- বজ্রপাতে প্রাণ গেল স্কুল ছাত্রের, আহত ৩