দিরাইয়ে যুবলীগ নেতার হামলায় ব্যবসায়ী আহত

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে ইউনিয়ন যুবলীগ নেতা ও তার স্বজনদের হামলায় সুহেল চন্দ্র দাস নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে এই ঘটনা ঘটে। আহত সোহেল চন্দ্র দাসকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলার ঘটনা উল্লেখ করে বাজারের মৎস্য আড়ৎ ব্যবসায়ী নগেন্দ্র চন্দ্র দাস বাদী হয়ে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুহিত মিয়া ও তার বড় ভাই সাবেক মেম্বার কবির মিয়াসহ ৯ জনের নাম উল্লেখ করে দিরাই থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বাদী নগেন্দ্র চন্দ্র দাস বলেন, আমার বাড়ী পার্শ্ববর্তী শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামে। দীর্ঘদিন ধরে ধল বাজারে মাছের আড়তের ব্যবসা করে আসছি। যুবলীগ নেতা মুহিত মিয়া আমার সাথে বিভিন্নভাবে জোর জবরদস্তি করে আসছে। আজ আমার দোকানের কর্মচারী সুহেল চন্দ্র দাসকে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমরা নিরীহ মানুষ, আইনের আশ্রয় নিয়েছি।
যুবলীগ নেতা মুহিত মিয়া বেলেন, মারামারি হয়নি, সামান্য কথা কাটাকাটি হয়েছে।
দিরাই থানার ওসি কাজী আব্দুল মুক্তাদির বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।