দিরাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০.০২.২০২৩) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিরাই পৌর সদরের শুকুরনগর গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে ধর্ষণের শিকার কিশোরীকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ধর্ষিতার মা জানান, আমি একটি কাজে বাড়ির বাহিরে ছিলাম। ঘরে আমার মেয়েটি একা ছিল। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পর বাড়িতে এসে ঘরে ঢুকে দেখি পার্শ্ববর্তী বাড়ীর মৃত মুক্তার আলীর ছেলে রফিকুল ইসলাম (২৫) আমার ঘরের ভেতর, আমাকে দেখে সে পালাতে চাইলে আমি আটকানোর চেষ্টা করি। সে আমাকে কিল-ঘুষি মেরে পালিয়ে যায়। আমার মেয়েটি ঘরের খাটের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পাড়া প্রতিবেশীর সহযোগিতায় মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও রায়হান মিয়া জানান, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন। উন্নত চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা করার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তাদির হোসেন জানান, খবর পেয়ে দিরাই থানা পুলিশ হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করেছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।