বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা মাল্টিপারপাস সেন্টারের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। শুক্রবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। তিনি বলেন, উপজেলা মাল্টিপারপাস সেন্টার সহ বিভিন্ন পর্যটন স্পট হওয়ায় বিশ্বম্ভরপুর উপজেলা পর্যটন উপজেলা হিসেবে পরিচিতি লাভ করছে। এখানে কম্পিউটার ল্যাব, নারী উদ্যোক্তাদের প্রদর্শনী কেন্দ্র, পাবলিক লাইব্রেরী, ল্যাংগুয়েজ ক্লাব, শিশু একাডেমি, বিউটি পার্লার, সেলুন, জিমনেসিয়াম, রেস্টুরেন্ট, মার্কেটিং এরিয়ায় সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বম্ভরপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন ক্ষেত্রে অনেক কাজ করেছি। উপজেলায় হাওর বিলাস, পাহাড় বিলাস, মুক্তিযোদ্ধা চত্বর, বোয়াল চত্ত্বর, ওয়াকওয়ে, কৃষাণ চত্বর সহ বিভিন্ন পর্যটন স্পট রয়েছে। আজকের উপজেলা মাল্টিপারপাস সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুর একটি দৃষ্টিনন্দন উপজেলায় পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার। আজ বিশ্বম্ভরপুরের মাল্টিপারপাস উদ্বোধনের মধ্য দিয়ে স্মার্ট বিশ্বম্ভরপুর গড়ার কাজ শুরু হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) শিল্পীরাণী মোদক’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, দৈনিক প্রথম আলো স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট খলিল রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দিন, সাংবাদিক লতিফুর রহমান রাজু।
প্রসঙ্গত, উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে নান্দনিক উপজেলা মাল্টিপারপাস সেন্টার। এর পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন উপজেলা নির্বাহী অফিসার, মো. সাদি উর রহিম জাদিদ। বিশ্বম্ভরপুর উপজেলা সদরের টিএনটি অফিসের সামনে দেড় একর জায়গার উপর উপজেলা মাল্টিপারপাস সেন্টার নির্মিত হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় কোটি টাকা। সেন্টারের সৌন্দর্যবর্ধনে পানির ফোয়ারা, ভাস্কর্য, ফুলের বাগান ও দৃষ্টিনন্দন কারুকার্য করা হয়েছে।
- ছাতকে রাধাগোবিন্দের লীলাপ্রসঙ্গ ও নাম সংকীত্তর্ণ মহোৎসব ১৩ ফেব্রুয়ারি
- কৃষকদের হাসি ফুটাচ্ছে সূর্যমুখী