স্টাফ রিপোর্টার
দেশের জনগণের চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে প্রাণিসম্পদে। এখন আমরা চিন্তা করছি বিদেশে রপ্তানি করার। সরকারের সঠিক পরিকল্পনায় এই অর্জন সম্ভব হয়েছে। দেশের মানুষের কর্মসংস্থান তৈরি ও বেকারত্ব দূর করেছে প্রাণিসম্পদ খাত। সহজে খামারিদের ফ্রি সার্ভিস দেওয়ার জন্য একটি টোল নাম্বার চালু করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এসময় তিনি আরও বলেন, দেশের মানুষের প্রাণিজ চাহিদা মেটানোর জন্য সরকার কাজ করছে। সুষম খাদ্য মানুষের পুষ্টির যোগান দেয়। আমাদের দেশের যেসকল প্রাণিনসম্পদ রয়েছে তা দিয়ে আমাদের চাহিদা পূরণ করা হচ্ছে। দিন দিন এসব উৎপাদন সক্ষমতা বেড়ে চলছে। খামারিদের ডিজিটাল নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মলর্তা ডা. মো. আসাদুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. মমিনুল হক, সড়ক ও জনপদ নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ প্রমুখ।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় ৪০টি স্টলে বিভিন্ন ধরনের প্রাণি ও সরঞ্জাম প্রদর্শন করা হয়।
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বছর পার/ বিশ্বকণ্ঠ উচ্চকিত হোক অন্যায় যুদ্ধের বিরুদ্ধে
- ৪ সহোদরকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার ১