দেশের মানুষ ভালো নেই-নাছির উদ্দিন চৌধুরী

দিরাই প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, নির্দলীয় সরকারের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এ দাবিতে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। আজ যেখানেই বিএনপির সমাবেশ, সেখানেই জনে¯্রাত। তিনি বলেন, দেশের মানুষ আজ ভালো নেই। দেশের মানুষ আজ অসহায়, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমান আওয়ামী লীগের সরকার মানুষের ভোটে নির্বাচিত না হওয়ায় মানুষের দুর্ভোগের কথা বুঝতে পারছেনা। দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। হাজার হাজার নেতা কর্মী আজ জেলে। রাজপথে নামলেই পুলিশ নির্বিচারে গুলি চালায়। এসময় বিএনপির ১০ দফা দাবি আদায়ের আন্দোলনে সবার সহযোগিতা কামনা করে তিনি।
শনিবার দিরাই উপজেলার জগদল বাজারে জগদল ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির উপদেষ্টা শাহ মুহাম্মদ আলী রব, বিএনপি নেতা কবির মিয়া, নাজির উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক।