ছাতক প্রতিনিধি
ছাতকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা পরিবারের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুদ্ধকালীন ৫ নম্বর সেক্টরের চেলা সাব সেক্টর কমান্ডার লে. কর্ণেল (অবঃ) এ এস হেলাল উদ্দিন পিএসসি বলেন, চাওয়া-পাওয়ার প্রত্যাশা ছাড়াই শুধু দেশে মাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এদেশের বীর সন্তানরা। এসব বীর মুক্তিযোদ্ধাদের রাজনীতির উর্ধ্বে রেখে যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার মূল দায়িত্ব বীর মুক্তিযোদ্ধা সন্তানদের নিতে হবে।
শনিবার বিকালে উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা পরিবারের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুদ্ধকালীন ৫নং সেক্টরের চেলা সাব সেক্টরের ডেপুটি কমান্ডার লে. কর্ণেল (অবঃ) আব্দুর রউফ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর রানা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক নুর’র জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি, আজাদ মিয়া, ছাতক প্রেসক্লাবের সভাপতি সেয়দ হারুন অর রশীদ, লে. কর্ণেল (অবঃ) এ এস হেলাল উদ্দিনের নাতনী কানাডা প্রবাসী আনিরা প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাসুদ রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সন্তান দেবানন্দ দেব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ছাতক শাখার প্রিন্সিপাল অফিসার আব্দুল মান্নান, লে. কর্ণেল(অবঃ) এ এস হেলাল উদ্দিন ট্রাস্টের সমন্বয়ক জাহাঙ্গির হোসেন।
এসময় উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সন্তান কমান্ডের পৌর সভাপতি মাহবুব মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান নিয়াজ আহমদ, সাহেব আলী, মালিক রানা সহ বীর মুক্তিযোদ্ধা ও সন্তানরা উপস্থিত ছিলেন।
- জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- দেশে বছরে দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন