দোয়ারাবাজারে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
আগামী ১১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি—বার্ষিক সম্মেলন সফল করতে দোয়ারাবাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেনদোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সফিকুল ইসলাম বাবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও লক্ষিপুর ইউপি সাবেক চেয়ারম্যান আমিরুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানো ছালেহা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহবায়ক ও বাংলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম আহমদ চৌধুরী রানা , পান্ডারগাও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, আওয়ামীলীগ নেতা ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) রফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ও দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, বরুন চন্দ্র দাস, আব্দুল হাই বিলাত, আব্দুল হামিদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য তাজির উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা যুবলীগ নেতা মো. শাহজালাল, উপজেলা ছাত্রলীগের নেতা এনামুল হক হৃদয় সহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।