দোয়ারাবাজারে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর উদ্যাগে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা।
সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশের তৃণমূল পর্যায়ের প্রান্তিক চাষীদের উন্নয়নে নানা উপকরণ দিয়ে সহায়তা করে আসছে। গ্রামের প্রতিটি ঘরে ঘরে দুগ্ধ খামারী তৈরী করতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উত্তর কুমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল আহমেদ, মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. ইজ্জত আলী তালুকদার, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়া, কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. হাসান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, লালা মিয়া, দোয়ারাবাজার প্রেসক্লাবের সহ— সভাপতি কামাল পারভেজ, আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আশিক মিয়া, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, ছদরুল ইসলাম প্রমুখ।