দোয়ারাবাজারে মাতৃভাষা দিবস পালিত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, দোয়ারাবাজার সরকারী ডিগ্রি কলেজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, জেলা পরিষদের সদস ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু সালেহীন খান, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মাওলানা জিয়া উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, সহকারী শিক্ষা অফিসার দীন মোহাম্মদ।