দোয়ারাবাজার প্রতিনিধি
‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজারে পালিত হয়েছে জাতীয় ৫ম ভোটার দিবস। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দীনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ফয়সল আহমদ, উপজেলা প্রকৌশলী মনছুরুল হক, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, অগ্রণী ব্যাংক ম্যানাজার, মাওলানা জিয়া উদ্দিন, ইউপি সদস্য মিজানুর রহমান, নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর জোবায়ের আলম, শিপন পাল, স্ক্যানিং অপারেটর ওমর ফারুক।
- দিরাইয়ে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ
- রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ