সু.খবর রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতাকে গ্রেপ্তারের দাবি জানান।
সোমবার বিকালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, বরুণ চন্দ্র দাস, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, নুর মিয়া, জুনাব আলী, রফিকুল ইসলাম আর্মি, আব্দুল হাই বিলাত, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, আলী আকবর, আফসার উদ্দিন, ইউপি সদস্য দীপক দাস, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান রুবেল, তাজুল ইসলাম, আফতর আলী, মইনুল ইসলাম, নুরুল ইসলাম, ইউপি সদস্য জামাল উদ্দিন প্রমুখ।
তাহিরপুর
সোমবার দুপুরে জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদের নেতৃত্বে উপজেলার লাউড়েরগড়, চাঁনপুর, বড়ছড়া, ট্যাকেরঘাট, লাকমা, চাড়াগাঁও, কলাগাঁও বাগলি সহ বিভিন্ন স্থানে মোটরসাইকেলের সোডাউন অনুষ্ঠিত হয়। শেষে বিকালে বাদাঘাট বাজারের মেইন রোডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি তোফায়েল আহমদ রয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জ্জামান ইমন, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক বিল্লাল আমিন, সাধারণ সম্পাদক আবুবকর, সুনামগঞ্জ পৌর শ্রমিক লীগের আহ্বায়ক তৈয়বুর রহমান প্রমুখ।
- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ এডমিশন ফেয়ার শুরু
- শান্তিগঞ্জে কর্মশালা