দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার-ছাতক সড়ক সংস্কার ও মেরামত কাজের ভিত্তিপ্রস্তর করেছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এর আগে শুক্রবার সকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়ার পরিচালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক।
তিনি বলেন, দোয়ারাবাজারে সুরমা ব্রিজের কাজ শীঘ্রই শুরু হবে। নদী পারাপারে ইতোমধ্যে ফেরি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। দোয়ারাবাজার উপজেলাকে জেলার অন্যতম মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী (বাবু), উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মুর্শেদ মিশু, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মনির হোসেন, ছাতক আওয়ামী লীগ নেতা আবু সাহাদাত মো. লাহীন, উত্তর কুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমেদ, মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. ইজ্জত আলী তালুকদার, লক্ষিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার বীর মুক্তিযোদ্ধা সফর আলী, ছাতক আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকৌশলী মো. সজিবুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী খাদেমুল ইসলাম, আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা, আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, আলী আকবর, ছালিক মিয়া, শ্রমিক সংগঠনের সভাপতি মাসুক মিয়া, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু প্রমুখ।
- দেড় বছরেও হয়নি নতুন সেতু/ ঝুঁকি জেনেও ভাঙা সেতুতে চলাচল
- ‘ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে দিবেন না’