ধর্মপাশায় আ.লীগের আনন্দ মিছিল

ধর্মপাশা প্রতিনিধি
জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হিসেবে নোমান বখত্্ পলিনকে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ধর্মপাশায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিল বের করা হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজাম্মেল হক ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম দিদার, বন ও পরিবেশ সম্পাদক আরিফুর রহমান মজুমদার দিলীপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ হোসেন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক বদরুল হুদা চৌধুরী রাসেল, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি সভাপতি রফিকুল বারী চৌধুরী বাচ্চু, পাইকুরাটি ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক মাফিজ আলী, সেলবরষ ইউপি আওয়ামী লীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ধর্মপাশা সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোঘলক আহমেদ, ্উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফ আহমেদ জুয়েল, তৈমুর আহমেদ, এরশাদুল ইসলাম বুলবুল, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি ইয়াসমিন আক্তার, সাধারণ সম্পাদক পপি আক্তার, উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, শাকিল মাহমুদ খান, সুনামগঞ্জ জেলা নবীন লীগের সভাপতি তাসিনুল হক নাফি, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সাগর প্রমুখ। গত শনিবার সুনামগঞ্জ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হিসেবে নোমান বখত্্ পলিনের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।