ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব পদায়নকৃত সহকারী শিক্ষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা কার্যালয়ের উদ্যোগের এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্ক দিপুর পরিচালনায় বক্তব্য দেন, ইউআরসি ইন্সট্রাক্টর চন্দন বণিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। এর আগে ধর্মপাশায় সহকারী শিক্ষক হিসেবে যোগদানকৃত ১৪৬ জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
- জগন্নাথপুরে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন
- এসএম বকস কল্লোল’র মৃত্যুতে ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক