ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বেসরকারি সংস্থা পারি’র চাইল্ড ফোরামের সদস্যদের মধ্য থেকে এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পারি’র উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার বেলা ১১টায় পারি’র সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। ওয়ার্ল্ড ভিশন ধর্মপাশা এপির প্রোগ্রাম ম্যানেজার সাগর জন কস্তার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন, পারি’র ভারপ্রাপ্ত প্রোগাম ম্যানেজার মনিরুজ্জামান মজুমদার। অনুষ্ঠানে পারি’র সিডিও বিদ্যুৎ মাংসাংয়ের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির। পরে আমন্ত্রিত অতিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে একটি করে বই ও অভিধান তুলে দেন। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়।
- ছাতকে এমপি মানিকের জন্মদিনে দুস্থদের মাঝে খাবার বিতরণ
- পথনাট্য উৎসব : মুক্তিযুদ্ধ পরবর্তী বদলে যাওয়া বাংলাদেশ দেখল দর্শক