ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে মার্সেল শোরুম ও সিরাজ ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বাদ আসর গাছতলা বাজারের ফাতেমা এন্ড সিদ্দিকী ভবনে মার্সেল শোরুম ও সিরাজ ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মার্সেল শোরুমের ডিলার সিরাজুল ইসলামের পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ডিড রাইটার জুলফিকার আলী ভুট্টু, পাইকুরাটি বাজার বণিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম। পরে নওধার জামে মসজিদের ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় এলাকার গণ্যমান্য, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। গাছতলা বাজারে মার্সেলের এ শোরুম ছাড়াও সিরাজ ইলেকট্রনিক্সের অধীনে নেত্রকোনার মোহনগঞ্জ হাসপাতালের সামনে ও গাজীপুরে পৃথক দুটি শোরুম রয়েছে।
- তাহিরপুরে রক্ষা পেল শতবর্ষী ৫৫টি গাছ
- জগন্নাথপুরে জনপ্রতিনিধিদের সাথে স্থানীয় সরকার উপ পরিচালকের সভা