ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ৬০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় বেসরকারি সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পাশে আছি প্রকল্পের উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ব্র্যাক ধর্মপাশা শাখা কার্যালয়ের মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। এতে স্বাগত বক্তব্য দেন ব্রাঞ্চ ম্যানেজার শাহাব উদ্দিন। অনুষ্ঠানে ধর্মপাশা শাখার এরিয়া ম্যানেজার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্ক দীপু, শিক্ষার্থী অভিভাবক তানিয়া আক্তার। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- তাহিরপুর-মধ্যনগরে সেলিম আহমদের লিফলেট বিতরণ
- ছাতকে যক্ষা ও ম্যালেরিয়া প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা