ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
দেশে চলছে বিচারহীনতার সংস্কৃতি। ধর্ষণ মামলার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। সামাজিক অবক্ষয়ের কারণে এখন কন্যাশিশু থেকে শুরু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। এটি জাতির জন্য লজ্জার। সামাজিকভবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয় দেখিয়ে এবং কিছু অসাধু ডাক্তার ও আইন প্রয়োগকারী সংস্থার যোগসাজসে এ ধরণের ঘটনা ধামাচাপা দেয়া হয়।
গত ২৩ মে মোল্লাপাড়ার বেতগঞ্জ বাজারে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। মানববন্ধনে আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ ও সুনামগঞ্জ খেলাঘর আসর।
জেলা উদীচীর সহ সভাপতি রমেন্দ্র কুমার দে’র সভাপতিত্বে ও জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজু আহমেদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির নির্বাহী প্রধান হিমাংশু মিত্র, জেলা সিপিবি’র সভাপতি এনাম আহমেদ, জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম শাম্মী, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সাধারণ সম্পাদক কলি তালুকদার আরতি, জেলা মহিলা পরিষদের আন্দোলন সম্পাদিকা রাশেদা বেগম, মোল্লাপাড়ার প্রতিবাদী যুবক নাহিদ আল নেওয়াজ ও শহিদুল ইসলাম প্রমুখ।