ধান ক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ধান ক্ষেত থেকে মনির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাত ৮টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের হাওর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে ডেমি ধান কাটার জন্য বাড়ি থেকে বের হন বৃদ্ধ মনির মিয়া। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হন। পরে গ্রামের হাওরের ধান ক্ষেতে ওই বৃৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পরিবারের কারো কোনো অভিযোগ নেই। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।