স্টাফ রিপোর্টার
নড়াইলে উদীচীর অনুষ্ঠানে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে সুনামগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রদীপ পাল নিতাই।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন, সৌখিন নাট্য সংস্থার সভাপতি শাহ আবু নাসের, জেলা সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমেদ, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তুষ কুমার চন্দ, শতদল শিল্পীগোষ্ঠীর সভাপতি তপন কর, লোকদল শিল্পীগোষ্ঠীর সভাপতি বিধান চন্দ বণিক, থিয়েটার একুশের সভাপতি পল্লব ভট্টাচার্য্য, থিয়েটার সুনামগঞ্জের সভাপতি দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক রিপন চন্দ, বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লব।
এসময় উপস্থিত ছিলেন জেলা উদীচীর সহ সভাপতি অঞ্জন চৌধুরী, সঙ্গীত শিল্পী শাহীন বখত, সঙ্গীত প্রশিক্ষক দ্বীপায়ন চৌধুরী চয়ন, সঙ্গীত শিল্পী প্রীতিভূষণ চক্রবর্তী, সুনামগঞ্জ সম্মিলিত সাংস্কৃুতিক মঞ্চের সাধারণ সম্পাদক আহসান জামিল আনাস, সুনামগঞ্জ কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানা, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা উদীচীর সহ সাধারণ সম্পাদক জহির উদ্দিন, রঙ্গালয় থিয়েটারের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, স্বপ্নাদর্শের সভাপতি মাকসুদুর রহমান দিপুসহ সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীগণ।
সমাবেশে বক্তারা বলেন, উদীচী গণমানুষের সংগঠন, গণমানুষের জন্য কাজ করে। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ঐতিহ্যবাহী প্রগতিশীল মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী এই সংগঠনের উপর বারবার আঘাত আসছে। এ আঘাত শুধু উদীচীর উপর নয় এটি বাংলাদেশের সুস্থ সংস্কৃতির উপর আঘাত। দেশের একুশে পদকপ্রাপ্ত একমাত্র সংগঠন উদীচীর উপর পেট্রোল বোমা হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান তারা।
- মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ
- ফখরুলের বানেয়াট কথায় সরকারের পতন হবে না -সমাজকল্যাণ মন্ত্রী