জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
সিলেট বিভাগের স্থানীয় সরকারের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও পরিচালক জাকারিয়ার পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী।
উল্লেখ্য, গত ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ১-১৫ ডিসেম্বর দেশজুড়ে অভিযান চালাবে পুলিশ
- পাগলায় অগ্নিকাণ্ডে ২০ লক্ষ টাকার ক্ষতি