স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর সড়কের সংস্কার কাজ চলমান থাকায় সাময়িক বন্ধ রাখা হয়েছে যান চলাচল। ধারারগাঁও, খামতিয়র, গোদারগাঁও গ্রামের স্কুল, কলেজের শিক্ষার্থী এবং মানুষজন এখন বিকল্প হিসেবে মাইজবাড়ী-ধারারগাঁও সড়কে যাতায়াত করছেন। এদিকে ঐ সড়ক মাটির হওয়ায় এবং বিভিন্ন স্থান ভাঙা থাকায় পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বৃষ্টি হলেই সড়ক চলাচলের অনুপযোগি হয়ে যায়। এজন্য নবীনগর সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী সহ চলাচলকারী মানুষজন।
গোদারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাছনুভা আক্তার বলেন, আমরা নিয়মিত স্কুলে আসা-যাওয়া করি। ভাঙা রাস্তায় চলাচলে সমস্যা হচ্ছে। এদিকে নবীনগরে রাস্তার কাজ শুরু হয়েছে। ঐ পথেও যানচলাচল বন্ধ। দ্রুত কাজটি শেষ করা হলে আমাদের ভোগান্তি কমে আসবে।
একই স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ইরিন বেগম বলেন, রাস্তা ভাঙা থাকায় আমাদের স্কুলে আসতে অসুবিধা হয়। রাস্তাটি দ্রুত ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ করছি।
ধারারগাঁও গ্রামের অটোরিকশা চালক শাকিল আহমেদ বলেন, নবীনগরে রাস্তার কাজ শুরুর পর থেকে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আমরা মাইজবাড়ী-ধারারগাঁও সড়কে গাড়ি চালাই। ভাঙা রাস্তা, অনেকটা রাস্তা মাটির। এতে করে খুব সমস্যা হচ্ছে। আমার গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে। যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। দ্রুত নবীনগরের রাস্তার কাজ শেষ করার দাবি জানাই।
সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, নবীনগরের সড়ক কোভিড-১৯ প্রজেক্টের ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কাজ শুরু করেছি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি দ্রুত কাজ শেষ করতে।
তিনি বলেন, জনগণের কথা চিন্তা করে একমাসের মধ্যেই কাজ শেষ করব। আমরা জনগণের সাহায্য ও সহযোগিতা চাই। সাময়িক যানচলাচল বন্ধ রাখা হয়েছে যাতে দ্রুত কাজ শেষ করতে পারি।
- ‘গণমাধ্যম কর্মী সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে’
- ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু, আহত ১