স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপ-পরিষদের উদ্যোগে ‘নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় জেলা শাখার কার্যালয়ে প্রশিক্ষণে মডারেটরের দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য। প্রশিক্ষণে মহিলা পরিষদের তৃণমূল শাখার ৩৭ জন সংগঠক অংশ নেন।
জেলা মহিলা পরিষদের সভানেত্রী গৌরি ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাবেক সভানেত্রী ও প্রবীণ নারীনেত্রী শীলা রায়, সংগঠনের সহসভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক সবিতা বীর, অর্থ সম্পাদক মল্লিকা দাস, আন্দোলন সম্পাদক অমিতা রায় প্রমুখ।
প্রশিক্ষণে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে ও যৌতুকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতে করণীয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনকে গতিশীল করতে সংগঠকদের দক্ষতা বৃদ্ধি করা, তৃণমূল পর্যায়ে সংগঠনের সব কর্মসূচিতে বেশি সংখ্যক নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানানো হয় অংশগ্রহণকারীদের।
এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি নিগার সুলতানা কেয়া, ভারপ্রাপ্ত প্রশিক্ষণ সম্পাদক সবিতা বীর। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মল্লিকা দাশ, কার্যকরী কমিটির সদস্য আরতী পাল, সীমা বিশ্বাস ও সন্ধ্যা তালুকদার।
- মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিমের দাফন সম্পন্ন
- মাজার নিয়ে দ্বন্দ্ব, দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা