নারী নেত্রীকে হেয় করে বক্তব্য দেওয়ায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার
স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের উপস্থিতিতে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আহমেদ কে হেয় করে বক্তব্য দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২টায় বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে ‘জলজনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থা’ নামের একটি সামাজিক সংগঠন। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা শামসুন্নাহার বেগম, ইউনিয়ন যুব মহিলা লীগের সহসভাপতি মমতাজ বেগম, ইউপি সদস্যা রাজিয়া খাতুন।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আহমদ বলেন, গত ৬ মার্চ ইউনিয়নের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগের সম্মেলনে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে আমাকে হেয় করে বক্তব্য দেন কিছু নেতাকর্মী। যারা এসব বক্তব্য দিয়েছেন এদের বেশির ভাগ লোকই আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের কেউ নয়। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীদের উষ্কানিমূলক বক্তব্য আওয়ামী লীগের দলীয় শৃংখলা নষ্ট করছেন বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, যুবলীগের ঐ সম্মেলনে এমপি রতনের অনুসারীদের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের প্রতিবাদে গত ১৩ মার্চ (সোমবার) বংশীকুন্ডা বাজারে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছিল এলাকাবাসি।