নির্বাচনী পুরো এলাকায় আমি উন্নয়ন করছি -এমপি মিসবাহ

স্টাফ রিপোর্টার
বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের আম্বর পয়েন্ট থেকে সংগ্রামপুর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক মেরামত ও পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে ২০ কোটি টাকা ব্যয়ে সড়ক মেরামত কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
সড়ক মেরামতের কাজ উদ্বোধন শেষে আম্বর পয়েন্টের পাশে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন, বন্যায় সুনামগঞ্জের সড়ক যোগাযোগের ব্যাপক ক্ষতি হওয়ায় ভোগান্তিতে পড়েন এই অঞ্চলের লক্ষাধিক মানুষ। তাদের সেই ভোগান্তিতে দূর করতে আজকে ২০ কোটি টাকা ব্যায়ে এই সড়ক মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, একই রাস্তায় আরও প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে তিনটি ব্রিজ নির্মিত হচ্ছে।
তিনি বলেন, সুনামগঞ্জের মানুষের কষ্টে থাকা মানেই আমি কষ্টে থাকা। কারণ এই মানুষদের সাথে আমার আত্মার সম্পর্ক যা কখনও ছিন্ন হওয়ার নয়। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কথা দিয়েছিলাম আমার নির্বাচনী এলাকাকে আর অবহেলিত থাকবে না। এটাকে আমি আধুনিক মডেল এলাকা হিসেবে তৈরি করব। আমার নির্বাচনী পুরো এলাকায় জুড়ে আমি উন্নয়ন করছি। যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা নির্মাণ করছি। আমি এই এলাকার মানুষের ভালোবাসা নিয়ে বাচঁতে চাই। মানুষকে সাথে নিয়ে সুনামগঞ্জের উন্নয়ন করতে চাই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো.আশরাফুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান মনির উদ্দিন মনির, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজু, আব্দুল কদ্দুস, ইউপি সদস্য সালেক মিয়া, ইউপি সদস্য আব্দুস সোবাহান, ইউপি সদস্য মতিন মিয়া, হাসিন মিয়া, আব্দুল জব্বার, আশরাফ মিয়া প্রমুখ।