নেপালকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা

সু.খবর ডেস্ক
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃহস্পতিবার নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ। প্রথম হাফে নিপা ও অধিনায়ক শামসুন্নাহারের গোল এবং দ্বিতীয় হাফে উন্নতির গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।
ম্যাচের প্রথম থেকেই এলোমেলো ফুটবল খেলতে থাকে নেপাল। বাংলাদেশের খেলোয়াড়দের আক্রমণে প্রথম হাফ পুরোটাই চাপে থাকে নেপাল। প্রথম হাফের শেষ পাঁচ মিনিটে দুই গোল করে টাইগ্রেসরা। প্রথমে ম্যাচের ৪২ মিনিটে রিপা এবং প্রথম হাফে যোগ করা সময়ের প্রথম মিনিটে অধিনায়ক শামসুন্নাহারের গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
প্রথম হাফের এলোমেলো ফুটবলের পর দ্বিতীয় হাফে নিজেদের গুছিয়ে নেয় নেপাল। তবে বল দখলে তবুও পিছিয়ে ছিল বাংলাদেশ থেকে। সময় গড়ার সাথে সাথে নিজেদের মেলে ধরে বাংলাদেশ। গোল করার চেষ্টায় বারবার আক্রমণ সাজিয়েও লাভ পায়নি ছোটনের দল।
৫৬ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন শামসুন্নাহার। তবে গোলপোস্টের ওপর দিয়ে মারেন বাংলাদেশ অধিনায়ক। এরপর একের পর এক সুযোগ পেয়েছে বাংলাদেশ তবে কাজে লাগাতে পারেনি একটিও।
৭৩ মিনিটে দূরপাল্লার শট নেন রিপা। তবে তা গোলপোস্টের অনেক ওপর দিয়ে চলে যায়। তার দুই মিনিট পর শামসুন্নাহার ডি-বক্সে পাস দিয়েছিলেন আইরিনের কাছে, তবে তা ধরতে পারেননি তিনি।
৭৮ মিনিটে কর্নার পায় নেপাল। তবে সেই কর্নার কাজে লাগাতে পারেনি তারা। ৭৯ মিনিটে শামসুন্নাহার নেপালের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। নেপালের গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে গোলবঞ্চিত হন বাংলাদেশের অধিনায়ক। ৮৭ মিনিটে উন্নতির গোলে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত হয়।
শেষ কয়েক মিনিটে বাংলাদেশের মনে কিছুটা ভয় জাগিয়েছিল নেপাল, তবে গোল করতে ব্যর্থ হয়। পুরো ম্যাচে বাংলাদেশের ডিফেন্স চোখে পড়ার মতো ছিল। তারা ডিফেন্সে শৃঙ্খলা বজায় রেখেছে। যার কারণে নেপালের ফুটবলাররা বাংলাদেশের ডি-বক্সে বেশি ঢুকতে পারেনি।
সূত্র : সময়টিভিঅনলাইন