স্টাফ রিপোর্টার
শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পণতীর্থে গঙ্গাস্নান ও মেলা আজ রবিবার। আজ রাত ৯টা ১৪মিনিট ১৫সেকেন্ড থেকে ৪টা ৬ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে (মহাবারুণী) গঙ্গাস্নান অনুষ্ঠিত হবে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিকে বারুণী যোগ বলা হয়। যদি ত্রয়োদশী তিথির সঙ্গে শতভিষা নক্ষত্র যোগ হয়, তবে সেটাকে মহাবারুণী যোগ বলা হয়। আর মহাবারুণী যোগ শনিবারে পড়লে সেটাকে মহা-মহা-বারুণী যোগ বলা হয়। প্রতি বছর চৈত্র মাসে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর রাজারগাঁও সংলগ্ন স্থানে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। ভক্তরা এখানে তর্পণও করেন। এ উপলক্ষে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এবং মেলা বসে।
এদিকে এদিকে আজ রবিবার থেকে ২২ মার্চ পর্যন্ত রাজারগাঁওয়ের নিকটবর্তী লাউড়েরগড় এলাকায় শাহ আরেফিনের মোকামে হযরত শাহজালালের (র.) সঙ্গী হযরত শাহ আরেফিনের (র.) বার্ষিক ওরস মোবারক শুরু অনুষ্ঠিত হবে।
জানা যায়, আনুমানিক ১৪৩৪ খ্রিস্টাব্দের মাঘ মাসে শ্রীশ্রী অদ্বৈত আচার্য তাহিরপুর উপজেলার লাউড় পরগণার অন্তর্গত নবগ্রামে আবির্ভূত হন। তবে নবগ্রাম যাদুকাটার নদীগর্ভে বিলীন হয়েছে বহু আগেই। বর্তমানে অদ্বৈত আচার্য প্রভুর মন্দির গড়ে উঠেছে নবগ্রাম সংলগ্ন রাজারগাঁওয়ে। ‘অদ্বৈত প্রকাশ’ গ্রন্থে উল্লেখ আছে, একদিন রাত্রিতে অদ্বৈত জননী নাভাদেবী স্বপ্নে দেখেন যে, তিনি নানা তীর্থ জলে স্নান করছেন। প্রভাতে তিনি স্বপ্নের কথা স্মরণ করে ও তীর্থ গমনের নানান অসুবিধার বিষয় চিন্তা করে বিমর্ষ হয়ে পড়েন। এমন সময়ে পুত্র অদ্বৈতাচার্য সেখানে উপস্থিত হয়ে মাতার বিমর্ষতার কারণ জিজ্ঞাসা করলে তাঁর মাতা তাঁকে স্বপ্ন দর্শনের কথা অবহিত করেন এবং তীর্থযাত্রায় অপারগতার কথা প্রকাশ করেন। অদ্বৈাতাচার্য্য মাকে বিষন্ন দেখে পণ করলেন যে, এই স্থানেই সকল তীর্থের আবির্ভাব করাবেন। অদ্বৈতাচার্য মন:শক্তির অসীম প্রভাব ও যোগবলের অসাধারণ শক্তিতে তীর্থ সমূহকে আকর্ষণ করে লাউড়ের এক শৈলের উপর আনয়ন করেন। ঐ শৈল খ-ের একটি ঝরণাতীর্থবারি পরিপূরিত হয়ে ঝরঝর করে পড়লে লাগলো। অদ্বৈত জননী তাতে স্নান করে পরিতৃপ্তা হলেন। এইভাবে লাউড়ে এই তীর্থের উৎপত্তি হয়। অদ্বৈতের ন্যায় তীর্থ সমূহও পণ করেছিলো যে, প্রতি বারুণীতেই এই স্থানে তাঁদের আবির্ভাব হবে। এই পণ শব্দ থেকেই নাম হয়েছে পণাতীর্থ।
এছাড়াও রাজারগাঁওয়ের নিকটবর্তী লাউড়েরগড় এলাকায় শাহ আরেফিনের মোকামে হযরত শাহজালালের (র.) সঙ্গী হযরত শাহ আরেফিনের (র.) বার্ষিক ওরস মোবারক শুরু হচ্ছে আজ। ৩৬০ আউলিয়াদের মধ্যে হযরত শাহ আরেফিন (র.) হলেন একজন। প্রকৃতপক্ষে হযরত শাহ আরেফিনের (র.) মোকাম সীমান্তের ওপারে ভারতের মেঘালয় পাহাড়ে অবস্থিত হলেও দেশের বিভিন্ন স্থান থেকে মুসলমান নর-নারী ওরস মোবারকে আসেন এবং দূর থেকে মোকাম জিয়ারত করেন। দুই উৎসবকে কেন্দ্র করে এলাকার হিন্দু -মুসলমানদের মধ্যে এক মহামিলনমেলা দেখা যায়। শাহ আরেফিন (র.) অনেকের কাছে জিন্দাপীর হিসেবে পরিচতি। প্রতি বছর ওরস মোবারককে কেন্দ্র করে ভক্ত আশেকানের সমাগমে প্রাণবন্ত হয়ে ওঠে ওরস মোবারক। সাধারণ দর্শনার্থীরা আসেন শাহ আরেফিনের স্মৃতি বিজড়িত বাংলাদেশ আস্তানায় এবং সেখান থেকেই একবার চোখ দিয়ে পরখ করে নেন অদূরে ভারতের মেঘালয় পাহাড়ে অবস্থিত শাহ আরেফিনের আস্তানার স্মৃতি চিহ্নের দিকে। কেউ আসেন মানত নিয়ে, আবার কেউ দোয়া নেন, কেউবা মোকাম জিয়ারত করেন।
এদিকে সুনামগঞ্জ পৌর শহরের আব্দুর জহুর সেতু থেকে মেলা পর্যন্ত মোটর সাইকেল ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২৫০ টাকা এবং পলাশ বাজার থেকে মেলা পর্যন্ত জনপ্রতি ২০০ টাকা। মোটর সাইকেলে ২ জনের বেশি যাত্রী নেয়া যাবে না। আব্দুর জহুর সেতু থেকে মেলা পর্যন্ত সিএনজি ও লেগুনা ভাড়া জনপ্রতি ১৭০ টাকা এবং পলাশ বাজার থেকে মেলা পর্যন্ত ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও যানজট নিরসনে লক্ষে পণতীর্থ গঙ্গাস্নান ও বারুণী মেলা এবং হযরত শাহ আরেফিন (র) এর বার্ষিক ওরস চলাকালীন দিনগুলোতে বড় গাড়ি আব্দুর জহুর সেতুর পূর্ব পাশে থাকবে। শুধু ছোট ছোট গাড়ি সেতু দিয়ে প্রবেশ করতে পারবে। সব যানবাহন ওয়ানওয়ে সড়ক দিয়ে মেলায় যাবে এবং নির্ধারিত ওয়ানওয়ে সড়ক দিয়ে ফেরত আসবে।
সুনামগঞ্জ আব্দুর জহুর সেতু থেকে চালবন পয়েন্ট-পলাশবাজার-ধনপুর বাজার-মমিনবাজার-আনন্দবাজার অদ্বৈত বাড়ি অথবা আব্দুর জহুর সেতু থেকে চালবন পয়েন্ট-পলাশবাজার-কারেন্টের বাজার-ধরপুর স্কুলের পাশের রাস্তা-আনন্দবাজার-চারগাঁও-অদ্বৈতবাড়ি-লাউড়েরগড়-শাহ আরেফিন (রঃ) আস্তানা পর্যন্ত ওয়ানওয়ে প্রাঠিক ব্যবস্থা চালু থাকবে। এদিকে বের হতে হবে স্বরূপগঞ্জ বাজার-মাছিমপুর বাজার-চিনাকান্দি বাজার-মথুরকান্দি বাজার-বাগবেড় বাজার- চালবন পয়েন্ট দিয়ে।
নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব, নৌ পুলিশ, বিজিবি, আনসার দায়িত্ব পালন করবে। এছাড়াও চাঁড়াবাজি, ইভটিজিং, অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন। পুন্যার্থীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে সার্বক্ষণিক মেডিকেল টিম থাকবে।
- গঙ্গাস্নান ও ওরস/ কেউ বিশৃঙ্খলা করলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ
- জামালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিনে রিভারভিউ পার্কের উদ্বোধন