স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ১১৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণে ২শত’ টাকা করে পরিবহন খরচ আদায় করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। রবিবার উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে উপজেলার ১১৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের বিদ্যালয়ের ল্যাপটপ গ্রহণের পূর্বে ২শত’ টাকা করে পরিশোধ করেন। টাকা গ্রহণকারী বড়দল পুরানহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকসিতুল ইসলাম বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সিদ্ধান্ত অনুযায়ী পরিবহন খরচ বাবদ ২শত’ টাকা করে রাখা হয়েছে। এর আগে উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সর্বমোট ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
জানা যায়, সরকার প্রতিটি বিদ্যালয়ে শিশুদের মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান ও বিদ্যালয়ের যাবতীয় কার্যাদি এবং অনলাইনে বিভিন্ন তথ্য আদান প্রদান করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেছে।
তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আবুল খায়ের বলেন, সকল প্রধান শিক্ষকদের সর্বসম্মতিক্রমে প্রতিটি ল্যাপটপের পরিবহণ খরচ বাবদ ২শত’ টাকা করে রাখা হয়েছে।
- শেষ হলো আব্দুল করিম লোক উৎসব
- আজ হোয়াইটওয়াশ এড়ানোর পরীক্ষা বাংলাদেশ