পল্লীবন্ধু এরশাদের জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় পৌর শহরের হাছননগরে দলীয় অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রসিদ আহাম্মেদ, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য ফারুক মেনর, শামীম আহমদ, রঙ্গারচর ইউপি জাপার আহবায়ক ফয়জুর রহমান, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক শাহিন আহমেদ মিন্টু, জেলা পল্লীবন্ধু পরিষদের সদস্য সচিব মোশাহিদ আলম তালুকদার মহিম, লক্ষণশ্রী ইউপি জাপার যুগ্ম আহবায়ক মহিনুর রহমান, মোহনপুর ইউপি জাপা নেতা ওলিউর রহমান, আব্দুস সোবহান, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা এরশাদ আহমদ, এমরান আহমদ, কুরবাননগর ইউপি জাপা নেতা জহুর মিয়া, জাতীয় যুুব সংহতি সুনামগঞ্জ সদর উপজেলার যুগ্ম আহবায়ক ছাব্বির আহমদ, শাহরুখ পীর, জাতীয় ছাত্র সমাজ সুনামগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক উজ্জ্বল মিয়া, আনসারুল হক সালমান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন জাতীয় ওলামা পার্টি সুনামগঞ্জ জেলার আহবায়ক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম আলাল।