পুলক রাজ
সড়কের পিচ-খোয়া উঠে স্থানে স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। সৃষ্টি হওয়া ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলে এঁকেবেঁকে। এসব গর্তে পড়ে দুর্ঘটনাও ঘটছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলছে পৌর শহরের পশ্চিম নতুনপাড়া সড়কের। ভাঙাচোরা বেহাল সড়ক সড়ক দ্রত সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, গোসাইবাড়ী পয়েন্ট থেকে পশ্চিম নতুনপাড়ার পুরো এলাকায় সড়ক ভাঙাচোরা। বৃষ্টিতে খানাখন্দে পানি জমে যায়। নর্দমা থেকে সরাসরি সড়কে পানি উঠে আসে। যানবাহন চলাচলের সময় পানি ছিটকে উঠে পথচারীদের কাপড় নোংরা হয়। এলাকাবাসী বলছেন, যদি সড়কটি ভাঙাচোরা না থাকত, তাহলে পথচারীদের এমন দুর্ভোগ সহ্য করতে হতো না।
এলাকাবাসীর কাছ থেকে জনা যায়, পশ্চিম নতুনপাড়ার ড্রেন সংস্কার করা হয়েছে প্রায় ৩ বছর আগে। তবে সংস্কারের অভাবে বেহাল দশা হয়েছে সড়কের। এতে প্রায় ২০০ পরিবার দুর্ভোগ পড়েছেন। এলাকার কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স সড়ক দিয়ে ঢোকানো যায় না। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধাতা সৃষ্টি হয়। যানবাহনে ও পায়ে হেঁটে যাতায়াত করতে সমস্যা হয়।
কাঞ্চন রায় বলেন, আমরা চরম দুর্ভোগে পড়েছি। ভাঙাচোরা সড়ক দিয়ে আসতে দুর্ভোগ পোহাতে হয়। এ সড়ক দিয়ে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধদের যাতায়াত এখন অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কে কাদা লেগেইে আছে। বৃষ্টির পানি জমে আরো অবস্থা খারাপ হয়ে যায়। আমরা এলাকার মানুষ কি পরিমানে কষ্টে আছি, আমরা জানি। পৌর কর্তৃপক্ষের কাছে আমাদের এলাকাবাসীর দাবি, পশ্চিম নতুনপাড়া সড়কের সংস্কার কাজ দ্রুত শুরু করা হোক।
কল্লোল দাশ বলেন, দুর্গাপূজা আসছে। পশ্চিম নতুনপাড়া পূজা মন্ডপ হয়ে থাকে প্রতি বছর। এরকম রাস্তার অবস্থা হলে মন্ডপে মানুষ আসতে খুব কষ্ট হবে। সড়কের কারণে এলাকায় প্রতিদিন সড়কে দুর্ঘটনা ঘটে। একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। সড়ক সংস্কার হলে আমাদের কষ্ট কমবে।
পশ্চিম নতুনপাড়ার স্থানীয় বাসিন্দা ধীরেন্দ্র তালুকদার বলেন, আমার বাসার সামনে মুদির দোকান। সড়কের অবস্থা বেহাল দশা হওয়ার কারণে প্রতিদিনই একটা না একটা ঝামেলা লেগেই আছে। বিচার শাসিল পর্যন্ত করতে হয়।
৫ নং ওয়ার্ড গোলাম সাবেরীন সাবু বলেন, পশ্চিম নতুনপাড়ার ড্রেনের কাজ আরো কিছু বাকি রয়েছে। এলাকার উন্নয়ন করতে গেলে একটু দুর্ভোগ পাহাতে হয়। এলাকার মানুষের কষ্টে আমারও খারাপ লাগছে। বৃষ্টির মৌসুমের পরপরই সড়কের কাজ শুরু করার চিন্তাভাবনা আছে। পশ্চিম নতুনপাড়া এলাকার মানুষের কাছে আমার অনুরোধ কষ্ট করছেন যেহেতু আরও কিছু দিন ধৈয্য ধরুন।
- শান্তিগঞ্জে বিটাকের কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও সমীক্ষা
- অসুস্থ বাউল মকদ্দস আলম উদাসীকে আর্থিক সহায়তা