শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জের পাগলা বাজারে কমিউনিটি পুলিলিং ও বিট পুলিশিং সভা করেছে জয়কলস হাইওয়ে পুলিশ। শনিবার বেলা ১১টায় বাজারের বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিকদের এই সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন পশ্চিম পাগলা বিট পুলিশিং কমিটির সভাপতি ও পরিবহন শ্রমিক নেতা বজলুর রহমান। পাগলা বিট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সেলিম।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সেলিম মিয়া, হানিফ মিয়া, সাইফুল ইসলাম, নবী হোসেন, হিরন মিয়া, আঙ্গুর মিয়া, হেলাল মিয়া, নূরুল ইসলাম, আবদুল হামিদ, খাইরুল মিয়া, নাছিল আলী, অজয় পাল, এখলাছ মিয়া ও ফয়ছল আহমদ প্রমুখ।
পরে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সেলিমের নেতৃত্বে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
- তাহিরপুরে পিআইসি সদস্যদের নিয়ে কর্মশালা
- জামালগঞ্জ সর্বদলীয় সম্প্রীতির ঐক্যের ফলোআপ প্রশিক্ষণ