পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির প্রথম সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ২টায় বাজারের আবদুল হেকিম মার্কেটে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন।
পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজি আবদুল হেকিম, শান্তিগঞ্জ বাজার সমবায় সমিতির সভাপতি রিপন তালুকদার, সহ-সভাপতি আতর আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ মো. হাফিজ উদ্দিন, প্রচার সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, সদস্য মো. শাহীন মিয়া, মো. নাছির আলী, মো. কমর আলী, তুয়েল মিয়া, স্টিয়ারিং কমিটির সভাপতি মনসুর উদ্দিন, সদস্য শাহ আলম, রঞ্জিত সূত্রধর, মো. কিবরিয়া, আসিফ ইকবাল ফয়সল, ইয়াকুব শাহরিয়ার, নাহিদ আহমদ, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, ৭নং ওয়ার্ডের সদস্য খলিলুল রহমান খলিল, ব্যবসায়ী প্রসাদ রায়, আবদুন নূর ওরফে সাদ্দক মিয়া, কামাল হোসেন, রিপন দেবনাথ, জহিরুল ইসলাম সোনা মিয়া, রিপন দেব ও জাকির হোসেন।