পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আজমির আলী (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। রবিবার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজমির আলী গ্রামের আশ্রব আলীর পুত্র। এসময় সাথে আজমির আলীর পুত্র আক্তার হোসেন (১৬) আহত হন। সে ছাতক হাসপাতালে ভর্তি হয়েছে।
স্থানীয়রা জানান, পুকুরের উপর দিয়ে টানা বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে পানিতে পড়ে যায়। দুপুরে নিজের এ পুকুরে মাছ ধরতে যান আজমির আলী ও তার পুত্র আক্তার হোসেন। পুকুরের পানিতে নামার সাথে-সাথে পিতা-পুত্র বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান আজমির আলী। গ্রামের লোকজন কৌশলে পুকুরের পানি থেকে আক্তার হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ছাতক থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য রাসেল মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।